ভোরের বাণী
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
আন্তর্জাতিক ফুটবল মঞ্চে নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে আর্জেন্টিনা সরকার। ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে দেশটির সরকার সহিংস ফুটবল সমর্থকদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ১৫,০০০ ব্যক্তির একটি নিষিদ্ধ তালিকা সোমবার হস্তান্তর করা হয়েছে যুক্তরাষ্ট্রের বুয়েনোস আইরেস দূতাবাসে।
আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ জানিয়েছেন, তালিকায় থাকা কেউই বিশ্বকাপ চলাকালীন যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না। তার ভাষায়, “তালিকায় থাকা ১৫,০০০ ব্যক্তি বিশ্বকাপ চলাকালীন কোনো স্টেডিয়ামে ঢুকতে পারবে না। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ যারা আর্জেন্টিনার মাঠে সহিংসতা চালিয়েছে বা অপরাধ করেছে, তারা যেন এই আন্তর্জাতিক আসরে কোনোভাবেই ঢুকতে না পারে তা নিশ্চিত করা হচ্ছে।”
এই নিষিদ্ধ তালিকা তৈরি হয়েছে ‘ত্রিবুনা সেগুরা’ নামক একটি নজরদারি প্রোগ্রামের মাধ্যমে, যা আর্জেন্টিনার স্টেডিয়ামগুলোতে অনুপ্রবেশকারী ও সহিংস ব্যক্তিদের শনাক্ত করার জন্য পরিচিত।
নিরাপত্তামন্ত্রী বুলরিচ আরও জানান, বর্তমান সরকারের মেয়াদে এখন পর্যন্ত ১,৩২৮টি ম্যাচে প্রায় ৪ মিলিয়নেরও বেশি দর্শকের উপর নজরদারি চালানো হয়েছে। এর মধ্যে ১,১৬৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হয়েছে এবং ৪০টিরও বেশি প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যাতে তারা মাঠে প্রবেশ করতে না পারে।
বিশ্লেষকদের মতে, আর্জেন্টিনা সরকারের এই পদক্ষেপ শুধুমাত্র একটি জাতীয় উদ্যোগ নয়, বরং এটি বিশ্বব্যাপী ফুটবলের নিরাপত্তা রক্ষায় একটি শক্ত বার্তা। আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টগুলোতে সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি কমাতে এই ধরনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।