বিজ্ঞাপন
তেঁতুলিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) রংপুর রেঞ্জ মোহাম্মদ শরীফ উদ্দিন।
এসময় পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শইমী ইমতিয়াজ, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুসা মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী, এনজিওকর্মী, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই তাদের নিজ নিজ এলাকার সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে তুলে ধরেন এবং পুলিশের সহযোগিতায় তা সমাধানের আশা প্রকাশ করেন।
জানা যায়, মতবিনিময় সভায় সকলের উদ্দেশ্য একটাই সীমান্তবর্তী উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে পাথর উত্তোলন বন্ধ করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করা।
সভায় প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, ‘সীমান্তবর্তী তেঁতুলিয়ায় শান্তি বজায় রাখতে পুলিশের পাশাপাশি জনগণের অংশগ্রহণ একান্ত প্রয়োজন। আপনাদের সহযোগিতা ছাড়া টেকসই শান্তি সম্ভব নয়। আমরা শুধু আদেশ দিয়ে নয়, শুনে, বুঝে, একসঙ্গে কাজ করতে চাই।’
তিনি আরও জানান, পুলিশ জনগণের সমস্যা শুনছে, বুঝছে এবং তা সমাধানের পথ খুঁজছে। এ সময় তিনি উপস্থিত জনসাধারণকে আহ্বান জানান, সক্রিয়ভাবে কমিউনিটি পুলিশিংয়ে অংশগ্রহণ করতে।
তেঁতুলিয়ার মতো প্রান্তিক উপজেলায় এই ধরণের উদ্যোগ কেবল আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণই নয় বরং সামাজিক সচেতনতা তৈরিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।
-মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...