Logo Logo
বাংলাদেশ

রাজাপুরে অটোচালকদের উপর চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে মানববন্ধন


Splash Image

ঝালকাঠির রাজাপুরে অটোচালকদের উপর চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় অটোচালকরা। রবিবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলার বাইপাস মোড় সংলগ্ন আঙ্গারিয়া সড়কের অটোস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ নিরব খন্দকার, মোঃ তারেক, জামাল খান, মোঃ কাওসার, মোঃ জিহাদ হাসান, মিথুনসহ অটোচালক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অটোচালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালকদের মারধর ও হয়রানি করা হচ্ছে। সম্প্রতি এমনই এক হামলার ঘটনায় কয়েকজন চালক আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, চাঁদাবাজি ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি অটোচালকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবিলম্বে চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত পদক্ষেপ না নিলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।

-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

আরও পড়ুন

সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ববি কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগ
সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ববি কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগ
গোপালগঞ্জে ১৪৪ ধারা ও কারফিউ প্রত্যাহার –  অভিযান চলমান
গোপালগঞ্জে ১৪৪ ধারা ও কারফিউ প্রত্যাহার – অভিযান চলমান