Logo Logo

উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ থাকলেও, ওয়ার্ডগুলোতে জ্বলছে না বাতি


Splash Image

নালিতাবাড়ী উপজেলা ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স এর বেহাল অবস্থা রোগীদের ওয়ার্ডগুলোতে বিদুৎ থাকলেও জ্বলছেনা লাইট। অকেজো হয়ে পড়ে আছে মাসের পর মাস হসপিটাল কর্তৃপক্ষ দেখেও না দেখার অভিনয় করে চালিয়ে যাচ্ছে রোগী সেবা ।


বিজ্ঞাপন


রবিবার (২০ জুলাই) সন্ধার সময় নালিতাবাড়ী উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের অভিযোগের ভিত্তিতে গিয়ে দেখা যায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে রোগিদের পাশে বসে আছেন স্বজনরা। হসপিটালে আলাদা আলাদা কয়েকটি বিভাগ থাকলেও শিশু বিভাগ লাইট থাকলেও অকেজো হয়ে পরে আছে সবগুলো। মহিলা ও পুরষ বিভাগে যেখানে ৫/৭ টি করে লাইট থাকার কথা, সেখানে কোন ভাবে জ্বলছে একটি করে লাইট।

হসপিটালে রোগীর সাথে থাকা মহন মিয়া বলেন শিশু বিভাগের বারান্দায় একটি লাইট থাকলেও রুমের ভিতরে ও বাথরুমে কোন জায়গায় লাইট নেই । আমি আমার দাদিকে নিয়ে আজ তিনদিন ধরে হসপিটালে আছি রাত হলে মোমবাতি জ্বলিয়ে পাশে বসে থাকতে হয়। লাইটের জন্য হসপিটাল কর্তৃপক্ষকে জানানোর পরেও তাদের কোন গুরুত্ব নেই।

তিনি আরো বলেন, যেখানে প্রতিটা রুমেই ৪/৫ টা লাইট থাকার কথা সেইখানে হসপিটালের দ্বিতীয় তালায় লাইট আছে মাত্র পাঁচটা। লাইট না থাকায় রোগী নিয়ে বিপদে আছি।

এ ব্যাপারে হসপিটালের কর্তব্যরত উপজেলা স্বাস্থ্য ও প: পঃ কর্মকর্তা ডা. তৌফিকুল ইসলাম অভিযোগ স্বীকার করে বলেন, আমি খুব দ্রুতই লাইট লাগানোর ব্যবস্থা করবো।

-সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী (প্রতিনিধি) শেরপুর

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...