Logo Logo
বাংলাদেশ

বাকেরগঞ্জে গণমাধ্যমকর্মীদের সিপিআর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


Splash Image

বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে গণমাধ্যমকর্মীদের সিপিআর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২০ জুলাই ২০২৫) সকাল ১০টায় সিআইপিআরবি’র আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন সিআইপিআরবি’র প্রাথমিক সেবা বিষয়ক মাস্টার ট্রেইনার সামসুন নাহার।

কর্মশালায় উপস্থিত ছিলেন সিআইপিআরবি’র উপপরিচালক মো. আবুল বরকাত, ডেপুটি ম্যানেজার ফারহানা ফেরদৌস, এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ মোতাহের হোসাইন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, সাংবাদিক বায়েজিদ বাপ্পি, মো. আবুল বাসার, মো. জাহিদুল ইসলাম, মিনহাজুল ইসলাম সুজন, গাজী কবির আহমেদ, নিলুফা ইয়াসমিন তানিয়া, কামাল মৃধা, জহিরুল ইসলাম, মাইনুল ইসলাম, মো. বেল্লাল হোসেন, মুহা. জাহিদ রায়হান, মো. সানি প্রমুখ।

কর্মশালায় পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে সিপিআর পদ্ধতির মাধ্যমে কীভাবে সুস্থ করে তোলা যায়, সে বিষয়ে গণমাধ্যমকর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

-জাহিদুল ইসলাম, বরিশাল প্রতিনিধি।

আরও পড়ুন

সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ববি কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগ
সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ববি কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগ
গোপালগঞ্জে ১৪৪ ধারা ও কারফিউ প্রত্যাহার –  অভিযান চলমান
গোপালগঞ্জে ১৪৪ ধারা ও কারফিউ প্রত্যাহার – অভিযান চলমান