Logo Logo

রক্তি নদী থেকে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


Splash Image

ছবি- ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রক্তি নদী থেকে ১টি স্টিল বডি নৌকায় ভর্তি দেড় কোটি টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি।


বিজ্ঞাপন


শনিবার (১৯ জুলাই) ভোর রাতে রক্তি নদীর নেয়ামতপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনী এবং বিজিবি এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম দিকে সাচনা জামালগঞ্জ রক্তি নদীর নেয়ামতপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্প এর বিএ-১২২২১ লে: তালহা জোবায়ের সাথে ১০ জন, বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম এর সাথে ১৪ জন বিজিবি সদস্য যৌথ অভিযান পরিচালনা করে ফুসকা, সিরামিক কাপ, পিরিচ, জিলেট ব্লেড এবং বাসমতি চাল জব্দ করে । এসময় মালিকবিহীন ১টি স্টিল বডি নৌকাসহ ১২ হাজার ৩২৩ কেজি ভারতীয় ফুসকা, ১৬৯পিস সিরামিক কাপ, ২৫৬ পিস সিরামিক পিরিচ, ৪৬৮ পিস কাচের গ্লাস, ২১ হাজার পিস জিলেট ব্লেড ও ৬০০ কেজি বাসমতি চাল আটক করে। পণ্যের বাজার মূল্য ১ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৬শত টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি জানান, আটককৃত পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

-খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...