ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, এই ঘটনায় একজন নিহত হয়েছেন। অনেক মানুষ আহত হয়েছেন, তাদের মধ্যে পাঁচজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে এবং নারী ও শিশুসহ অন্তত ২৮ জন দগ্ধকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে।
বিমানের পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। ঘটনার সময় বিমানটিতে তিনি একাই ছিলেন। দুর্ঘটনায় তিনি আহত হলেও প্রাণে বেঁচে গেছেন এবং বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম দুপুর আড়াইটার দিকে জানান, একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
বিমানটি যেখানে বিধ্বস্ত হয়, সেটি মাইলস্টোন কলেজের পাশে একটি খোলা মাঠ। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজের স্কুল শাখায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি মাঠে ভেঙে পড়লে শিক্ষার্থী, শিক্ষক এবং আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে অনেক অভিভাবক দৌড়ে আসেন কলেজ প্রাঙ্গণে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে অন্তত ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এই ঘটনায় পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত চলছে দুর্ঘটনার কারণ নির্ধারণে।