Logo Logo
জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তে শোক জানালেন প্রধান উপদেষ্টা


Splash Image

প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ফাইল ছবি

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


বিজ্ঞাপন


প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানসেনা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে ড. ইউনূস গভীর দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় ড. ইউনূস বলেন, “রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।”

তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন।

প্রেস উইং আরও জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় সারা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট এলাকাসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং উদ্ধার ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা নড়াইল ছাত্রলীগ নেতার
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা নড়াইল ছাত্রলীগ নেতার
মায়ের জীবন কেড়ে নিল নিজেরই সন্তান: ছেলের যাবজ্জীবন
মায়ের জীবন কেড়ে নিল নিজেরই সন্তান: ছেলের যাবজ্জীবন