Logo Logo
জাতীয়

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ১৯, আহত অর্ধশতাধিক


Splash Image

ছবি : সংগৃহীত।

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।


বিজ্ঞাপন


আহত হয়েছেন অন্তত ৫০ জনের বেশি, যাদের অনেকেই দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২১ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনাস্থলে ৯টি ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। আগুন নেভানোর পাশাপাশি হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কার্যক্রম এখনো চলমান।

বিধ্বস্তের ফলে নারী ও শিশুসহ ৫০ জনের বেশি দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রশিক্ষণরত বিমানটি স্কুলটির একটি ভবনে আঘাত হানে এবং তাৎক্ষণিকভাবে বিমান ও ভবনে আগুন ধরে যায়। ওই ভবনে তখন বহু শিক্ষার্থী উপস্থিত ছিল, যাদের অনেকেই এ দুর্ঘটনায় হতাহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আরও পড়ুন

২৫ হাজারে ১ লাখ টাকার জাল নোট বিক্রি করতেন! জাল নোটসহ দেবর-ভাবি আটক
২৫ হাজারে ১ লাখ টাকার জাল নোট বিক্রি করতেন! জাল নোটসহ দেবর-ভাবি আটক
বার্ন ইনস্টিটিউটে স্বজনদের কান্না, উদ্বেগ আর আহাজারিতে ভারী পরিবেশ
বার্ন ইনস্টিটিউটে স্বজনদের কান্না, উদ্বেগ আর আহাজারিতে ভারী পরিবেশ