Logo Logo
জাতীয়

আকাশ ছোঁয়ার দিনে আকাশেই হারালেন সাগর


Splash Image

ছবি-পাইলট সাগরের

বাংলাদেশ বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সলো ফ্লাইটে অংশ নিয়ে বিমান বিধ্বস্তে নিহত হন। রাজশাহীর সন্তান সাগরের মৃত্যুতে শোকের ছায়া।


বিজ্ঞাপন


আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের (৩০) জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত দিন। বিমানবাহিনীতে নিজের প্রথম সলো ফ্লাইট সম্পন্ন করার কথা ছিল তার। সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছিল কর্তৃপক্ষ। কিন্তু আনন্দের সেই মাহেন্দ্রক্ষণটি রূপ নেয় মর্মান্তিক দুর্ঘটনায়—প্রশিক্ষণ চলাকালে রাজধানীর উত্তরায় একটি বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যু হয় এই তরুণ পাইলটের।

প্রথম সলো ফ্লাইটেই অকাল মৃত্যু

সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, আজ দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আকাশপানে উড়াল দিয়েছিলেন সাগর। এই ফ্লাইটে তিনি ছিলেন সম্পূর্ণ একা—একজন শিক্ষানবিশ পাইলটের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে এবং গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) নেওয়া হলে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

স্বপ্ন ছিল, আকাশ ছোঁয়ার

তৌকির ইসলাম সাগর ছিলেন রাজশাহীর ছেলে। প্রাথমিক শিক্ষা শেষ করে লাইব্রেটরি স্কুল থেকে এসএসসি পাশ করেন এবং পরে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন। পাইলট হওয়ার স্বপ্ন থেকেই তিনি এ পথ বেছে নেন। বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দিয়ে পাইলট হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ছিলেন অত্যন্ত মেধাবী ও প্রিয় মুখ।

বিয়ের পর ঢাকায় সংসার

প্রায় এক বছর আগে বিয়ে করেন সাগর। এরপর স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস শুরু করেন। তার বাবা তোহরুল ইসলাম একজন ব্যবসায়ী, বর্তমানে পরিবার নিয়ে রাজশাহীতে বসবাস করছেন। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে।

তার ছোট বোন সৃষ্টি ইসলাম রাজশাহীর বারিন্দ মেডিক্যাল কলেজে এমবিবিএস অধ্যয়নরত।

গ্রামে নেমে আসে শোকের ছায়া

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাজশাহীর র‌্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে সাগরের পরিবারের ঢাকায় যাওয়ার ব্যবস্থা করেন। একই সঙ্গে শোকস্তব্ধ হয়ে পড়ে তার গ্রামের বাড়ি। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও বন্ধু-বান্ধব ছুটে যান তাদের বাসায়।

সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে পড়ে শোকবার্তা—"সাগরের মতো মেধাবী একজন তরুণ এভাবে চলে যাবে, কেউ ভাবেনি"—এমন মন্তব্যে ভরে ওঠে টাইমলাইন।

সাগরের মৃত্যুতে শুধু পরিবার নয়, শোকস্তব্ধ চাঁপাইনবাবগঞ্জবাসী ও বিমানবাহিনীর সহকর্মীরাও। আজকের এই মাইলফলকের দিনটি সবার কাছে হয়ে থাকল চিরকালীন এক বিষাদের স্মৃতি।

আরও পড়ুন

২৫ হাজারে ১ লাখ টাকার জাল নোট বিক্রি করতেন! জাল নোটসহ দেবর-ভাবি আটক
২৫ হাজারে ১ লাখ টাকার জাল নোট বিক্রি করতেন! জাল নোটসহ দেবর-ভাবি আটক
বার্ন ইনস্টিটিউটে স্বজনদের কান্না, উদ্বেগ আর আহাজারিতে ভারী পরিবেশ
বার্ন ইনস্টিটিউটে স্বজনদের কান্না, উদ্বেগ আর আহাজারিতে ভারী পরিবেশ