Logo Logo
জাতীয়

বিমান বিধ্বস্তে নিহত ৩১, আহত ১৬৫


Splash Image

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।


বিজ্ঞাপন


আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সর্বশেষ এই তথ্য জানিয়েছে। আইএসপিআরের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬৫ জন।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী সায়েদুর রহমান জানান, মৃতের সংখ্যা প্রথমে ২৭ জনে দাঁড়ায় এবং গুরুতর আহত ৭৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গতকাল সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় শতাধিক হতাহতের ঘটনা ঘটে, যার অধিকাংশই স্কুলের শিক্ষার্থী।

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনার পর আজ দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

-এমকে

আরও পড়ুন

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা নড়াইল ছাত্রলীগ নেতার
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা নড়াইল ছাত্রলীগ নেতার
মায়ের জীবন কেড়ে নিল নিজেরই সন্তান: ছেলের যাবজ্জীবন
মায়ের জীবন কেড়ে নিল নিজেরই সন্তান: ছেলের যাবজ্জীবন