Logo Logo

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ছয়জনের


Splash Image

ছবি : সংগৃহীত।

নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে নাটোর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত আরও দুইজনকে তাৎক্ষণিকভাবে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। অপরজনের অবস্থাও সংকটজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে তরমুজ পাম্প এলাকায় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষে এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।"

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা স্বাভাবিক করতে পুলিশের সহায়তায় কাজ চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...