Logo Logo
বাংলাদেশ

নওগাঁর পোরশায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার


Splash Image

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) এবং তার স্ত্রী মোমেনা বেগম(৩৫)।


বিজ্ঞাপন


স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে হাই বাবু ও মোমেনা দুই মেয়েকে নিয়ে স্বাভাবিকভাবেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালবেলা তাদের বড় মেয়ে ঘুম থেকে উঠে দেখে মা বিছানায় নিস্তেজ পড়ে আছেন, আর বাবা ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন।

বাচ্চাটি প্রতিবেশীদের ডেকে আনলে তারা দুজনকেই মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পোরশা থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি আবু বক্কর সিদ্দিক।

-মোঃ মিজানুর রহমান, নওগাঁ

আরও পড়ুন

গ্রেপ্তার হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক — ‘গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর’
গ্রেপ্তার হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক — ‘গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর’
বিজিবি কর্তৃক ২৪হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ০১
বিজিবি কর্তৃক ২৪হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ০১