গ্রাফিক্স : ভোরের বাণী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি লেখেন, “স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এসংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।”
পরবর্তীতে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ আরও স্পষ্ট করে বলেন, “সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক।”
সরকারি সূত্রে জানা গেছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো স্থানীয় প্রশাসনে রাজনৈতিক প্রভাব হ্রাস করে প্রার্থীদের যোগ্যতা, জনসম্পৃক্ততা ও ব্যক্তিগত ভাবমূর্তিকে গুরুত্ব দেওয়া। তবে এ সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, এর আগে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয়ে আসছিল, যার মাধ্যমে রাজনৈতিক দলগুলো প্রত্যক্ষভাবে প্রার্থী দিয়ে অংশগ্রহণ করত।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...