Logo Logo

গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন


Splash Image


বিজ্ঞাপন


গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে ১৬ জুলাই সংঘটিত সহিংসতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে সরকার একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠন করেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে জানান, “দ্য কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬”-এর সেকশন ৩ অনুযায়ী এ ছয় সদস্যবিশিষ্ট কমিশন গঠন করা হয়েছে।

কমিশনের সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিক। অন্যান্য সদস্যরা হলেন:

১। খন্দকার মো. মাহাবুবুর রহমান — অতিরিক্ত সচিব, জননিরাপত্তা বিভাগ

২। মো. সাইফুল ইসলাম — অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ

৩। ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী — কমান্ডার

৪। সরদার নূরুল আমিন — পরিচালক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক)

৫। ড. সাজ্জাদ সিদ্দিকী — চেয়ারম্যান, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

কমিশনকে আগামী তিন (৩) সপ্তাহের মধ্যে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই এনসিপির জনসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে জেলা কারাগার, প্রশাসনিক ভবন ও বেসরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটে, যা নাগরিক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত করে।

সরকারি সূত্র বলছে, এই তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যৎ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদক - মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...