বিজ্ঞাপন
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে ১৬ জুলাই সংঘটিত সহিংসতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে সরকার একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠন করেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে জানান, “দ্য কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬”-এর সেকশন ৩ অনুযায়ী এ ছয় সদস্যবিশিষ্ট কমিশন গঠন করা হয়েছে।
কমিশনের সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিক। অন্যান্য সদস্যরা হলেন:
১। খন্দকার মো. মাহাবুবুর রহমান — অতিরিক্ত সচিব, জননিরাপত্তা বিভাগ
২। মো. সাইফুল ইসলাম — অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ
৩। ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী — কমান্ডার
৪। সরদার নূরুল আমিন — পরিচালক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক)
৫। ড. সাজ্জাদ সিদ্দিকী — চেয়ারম্যান, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
কমিশনকে আগামী তিন (৩) সপ্তাহের মধ্যে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই এনসিপির জনসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে জেলা কারাগার, প্রশাসনিক ভবন ও বেসরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটে, যা নাগরিক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত করে।
সরকারি সূত্র বলছে, এই তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যৎ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক - মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...