Logo Logo

সাহসী জেলের উদ্ধার অভিযান

জোয়ারে ভেসে যাচ্ছিলেন পর্যটক, সাহসী জেলের তৎপরতায় প্রাণে রক্ষা!


Splash Image

কুয়াকাটার সৈকতে জোয়ারের প্রবল স্রোতে ভেসে যাচ্ছিলেন একজন তরুণ পর্যটক। স্থানীয় এক জেলের সাহসী উদ্ধার অভিযানে প্রাণে রক্ষা পান তিনি। কুয়াকাটা সৈকতে আরেকটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলো।


বিজ্ঞাপন


কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে এক তরুণ পর্যটক জোয়ারের প্রবল স্রোতে ভেসে যাচ্ছিলেন। তবে স্থানীয় এক সাহসী জেলের তৎপরতায় প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশে গোসলে নামেন তানভীর (২৩), যিনি রাজধানী ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। হঠাৎ করে স্রোতের টানে তানভীর সমুদ্রে ভেসে যান।

তবে স্থানীয় জেলে আলতাফ হোসেন ঘটনাটি দ্রুত নজরে নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করেন। তানভীর উদ্ধার হওয়ার পর অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান। হাসপাতালে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সেলিম মাহমুদ বলেন, "গোসলের সময় সতর্কতা অবলম্বন না করায় পর্যটকটি প্রায় প্রাণ হারাতে বসেছিলেন। তবে উদ্ধারকাজ দ্রুত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।"

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর জয়ন্ত কুমার মন্ডল জানিয়েছেন, "তানভীর নামের পর্যটককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বিষয়টি আমরা অবগত রয়েছি এবং খোঁজ-খবর নিচ্ছি।"

এছাড়া, কুয়াকাটা সমুদ্র সৈকতে আগেও জোয়ারের সময় সতর্কতা অবলম্বন না করায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন এবং সৈকত কর্তৃপক্ষের প্রতি আরও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

-জাকারিয়া জাহিদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...