Logo Logo

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত, ২৬ জুলাইয়ে বড় কর্মসূচি!


Splash Image

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চলমান প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ২৭ জুলাই থেকে ২৯ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলোর তারিখ পরে জানানো হবে।


বিজ্ঞাপন


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চলমান প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ জুলাই বাংলা বিভাগ, ২৮ জুলাই অর্থনীতি বিভাগ এবং ২৯ জুলাই ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের ইতোমধ্যে পত্রের মাধ্যমে পরীক্ষার স্থগিতির বিষয়টি জানানো হয়েছে এবং পরবর্তীতে পরীক্ষার নতুন তারিখ পত্রের মাধ্যমে জানানো হবে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা ২৪ জুলাই পৃথকভাবে সংবাদ সম্মেলন করেছে এবং ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বয়কটের ঘোষণা দিয়েছেন। তারা মানববন্ধনসহ নানা কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং কালোব্যাজ পরিধান করার ঘোষণা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এই পরিস্থিতির কারণে নিয়োগ পরীক্ষা আয়োজন করা কঠিন হয়ে পড়েছে, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষাগুলো স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...