Logo Logo

জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪২ জন আহতের চিকিৎসা চলছে

বাংলাদেশে চীনা বিশেষজ্ঞদলের চিকিৎসা সেবা: ৪২ জন আহত, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক!


Splash Image

ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সেবা দিতে বাংলাদেশে এসে পৌঁছেছে চীনা বিশেষজ্ঞদল। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।


বিজ্ঞাপন


২৫ জুলাই ২০২৫, শুক্রবার সকাল ৯টায় চীনা বিশেষজ্ঞদল বাংলাদেশে এসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশের বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সেবা শুরু করেছে। চীনের হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটাল থেকে আসা এই চিকিৎসকরা সিঙ্গাপুর ও ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বিতভাবে চিকিৎসা পরামর্শ দেবেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জন আহতের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে, এবং সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিমানবাহিনী পরিস্থিতি নজরদারিতে রেখেছে।

এছাড়া, বার্ন ইনস্টিটিউট জানায়, আপাতত রক্ত বা ত্বক ডোনেশনের প্রয়োজন নেই, এবং আহতদের চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে।

এদিকে, চীনা চিকিৎসকদল বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছালে তাদের স্বাগত জানান ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স শাখার প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...