Logo Logo

নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক


Splash Image

নোয়াখালীর সেনবাগে ৬ হাজার পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার ৬০০ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার সেবারহাট বাজার থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


আটককৃতরা হলেন, সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মমিনুল হকের ছেলে মোতালেব (৪০) এবং সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বেলালের ছেলে সাইফুদ্দিন রাকিব (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেবারহাট বাজারের ‘দরজা গ্যালারি’ নামক দোকানের সামনে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকেই ৬ হাজার পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার ৬০০ টাকাসহ মোতালেব ও রাকিবকে আটক করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ফেনী থেকে মাদক এনে সেনবাগে সরবরাহ করছিল। মোতালেব ও পলাতক আরেক মাদক কারবারি বুলেট ফারুক ওরফে মুন্না ফেনী থেকে ইয়াবার চালান নিয়ে সেবারহাট বাজারে আসে। পরবর্তীতে চালানটি সাইফুদ্দিন রাকিবের কাছে হস্তান্তরের সময় স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাদের আটক করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, “ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।”

এই ঘটনায় পলাতক আসামিকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

প্রতিবেদক - গিয়াস রনি, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...