ফাইল ছবি।
বিজ্ঞাপন
শনিবার (২৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হিউম্যান রাইটস সোসাইটির ১১তম মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “মানবাধিকার রক্ষা এখন অনেক বড় চ্যালেঞ্জ। সরকারের পক্ষ থেকে মানবাধিকার চর্চায় আইনগত চ্যালেঞ্জ তৈরি করা হচ্ছে। পাঠ্যক্রম থেকে শুরু করে সমাজের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতে আমাদের সক্রিয় থাকতে হবে।”
আসিফ নজরুল তার বক্তব্যে বলেন, “শুধু আইন দিয়ে সব কিছু হয় না, প্রতিষ্ঠানগুলোকে বদলাতে হবে। নিজের খাসলত বা মানসিকতা পরিবর্তন করা ছাড়া সমাজে কোনো স্থায়ী পরিবর্তন আসবে না।”
সম্মেলনে মানবাধিকার প্রতিষ্ঠায় শিক্ষাব্যবস্থা, প্রশাসনিক সংস্কার ও সচেতন নাগরিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...