ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ইন্দো-বাংলা ফার্মা আফগানিস্তানে ওষুধ রপ্তানি করতে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান এর সঙ্গে একটি দীর্ঘ মেয়াদী ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায়, ইন্দো-বাংলা ফার্মা তাদের মানসম্পন্ন ফার্মাসিউটিক্যাল পণ্য আফগানিস্তানে সরবরাহ করবে এবং ‘সালার ইউসুফজাই ফার্মা’ প্রতিষ্ঠানটি আফগানিস্তানে এজেন্ট হিসেবে কাজ করবে।
গত সপ্তাহে ঢাকায় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। চুক্তির শর্ত অনুযায়ী, প্রতি শিপমেন্টে প্রায় ১.৫ লাখ ডলার মূল্যমানের ওষুধ আফগানিস্তানে রপ্তানি করা হবে। দ্বিতীয় শিপমেন্টে এই পরিমাণ বৃদ্ধি পেয়ে ২.৮০ লাখ ডলার হবে।
অর্থপ্রদান পদ্ধতিতে প্রথমে ৪০% অগ্রিম পরিশোধ করতে হবে এবং বাকি ৬০% পরিশোধ করা হবে শিপমেন্টের ১৫ দিন আগে। পণ্য সরবরাহ FOB (ফ্রি অন বোর্ড) ভিত্তিতে, চট্টগ্রাম থেকে সমুদ্র বা আকাশপথে আফগানিস্তানে পাঠানো হবে।
এই চুক্তির স্বাক্ষরের সময় ইন্দো-বাংলা ফার্মার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এ.এফ.এম অনোয়ারুল হক এবং ‘সালার ইউসুফজাই ফার্মা’ এর পক্ষ থেকে সিইও মুহাম্মদ কাসাম হ্যয়ার।
এ চুক্তি বাংলাদেশ এবং আফগানিস্তান দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত করছে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ মেয়াদে এই কার্যক্রম বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...