Logo Logo

বাকেরগঞ্জ আত- তাওহীদ ইসলামীক সেন্টার, মানব সেবার জন্য এক আধুনিক প্রতিষ্ঠান


Splash Image

বাকেরগঞ্জের আঁত -তাওহীদ ইসলামিক সেন্টার , প্রত্যন্তঅঞ্চলে ইসলামের দাওয়াত,, শিক্ষা, ও সেবা মজলুম মানুষের নিকট পৌঁছে দেওয়ার এক আধুনিক প্রতিষ্ঠান।


বিজ্ঞাপন


বাকেরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ইসলামের আলো পৌঁছে দিতে সর্ব প্রথম বেসরকারি উদ্যোগে এলাকা বাসীর সহোযোগীতায় সম্পূর্ণ ব্যতিক্রমী এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ইসলামিক সেবার ব্রত নিয়া প্রতিষ্ঠিত হতে চলছে এই আত- তাওহীদ ইসলামিক সেন্টার।

উপজেলার ৭ নং কবাই ইউনিয়নের দক্ষিণ শিয়াল ঘুনি গ্রামে এলাকা বাসীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমেরিকা প্রবাসী জনৈক শাহআলম নামে এক ব্যক্তির পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে এই ইসলামি সেন্টার।

নির্মাণাধীন এই প্রতিষ্ঠানের মধ্যে আরও অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেমন, মসজিদ, লিল্লাহ বোডিং, ইসলামিক লাইব্রেরি ও পাঠাগার, এলাকার গরীব ও ছিন্নমূল অসহায় মানুষের সেবা প্রদান, মসজিদ ভিত্তিক মক্তব, এছাড়াও এখানে থাকবে সেমিনার কক্ষ, গেস্ট রুম,রন্ধনশালা,

বর্তমানে এই এই প্রতিষ্ঠানটির নির্মাণ এখনো চলমান। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড এলাকার গণ্ডি পেড়িয়ে পার্শ্ববর্তী ইউনিয়নে ব্যাপক সাড়া ফেলেছে ।

এলাকাবাসীর প্রত্যাশা নির্মাণাধীন এই আত-তাওহীদ ইসলামিক সেন্টারটি যখন পূর্ণ মাত্রায় রুপ নেবে তখন এখান থেকে ইসলাম ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক অঙ্গনে অনেক বড় অবদান রাখবে।

- বরিশাল প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...