Logo Logo

বাকেরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু


Splash Image

বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে নিয়ামতি গ্রামে মুনুজ্জামান মুন (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


২৮/৭/২০২৫ ইং সোমবার বেলা ১২ টার দিকে অচেতন অবস্থায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুনুজ্জামান মুন উপজেলার নিয়ামতি ইউনিয়নে নিয়ামতি গ্রামের জামাল উদ্দিনের ছেলে ও মহেশপুরে আফসার আলী ডিগ্রি কলেজের চলমান এইচএসসি পরীক্ষার্থী।

নিহতের মা ফেরদৌসী আক্তার মুন্নি জানান, তার ছেলে মুন মহেষপুর আফসার আলী ডিগ্রি কলেজের চলমান এইচএসসি পরীক্ষার্থী।

বেলা ১১ টার দিকে নিজ বাড়ির আঙ্গিনায় জামরুল গাছের সাথে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় । পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে এ বিষয়ে মুনের মায়ের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই সোহেল রানা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরেঞ্জিতের ফোন পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ যায়।

তবে ওই পরীক্ষার্থী কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়টি তার পরিবার জানাতে পারেনি।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গলায় ফাঁস দেয়া একজনের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উদ্ধার করা হয়েছে।

-বরিশাল প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...