Logo Logo

রাঙামাটির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযান, একে-৪৭সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার


Splash Image

ছবি : সংগৃহীত।

রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) আস্তানায় সেনাবাহিনীর অভিযান ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


অভিযানে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, বাঘাইহাট এলাকার দুর্গম পার্বত্য অঞ্চলে ইউপিডিএফের একটি সশস্ত্র আস্তানায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

আইএসপিআর জানায়, অভিযানে এখন পর্যন্ত একে-৪৭ রাইফেলসহ বিভিন্ন ধরনের অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

এদিকে, এ অভিযানের ফলে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী অভিযান চালালেও এখনো পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ইউপিডিএফসহ সশস্ত্র সংগঠনগুলোর সক্রিয়তা নিয়ে বহুদিন ধরেই উদ্বেগ রয়েছে। নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...