Logo Logo

বকশীগঞ্জে আহত আলোর চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছে ছাত্রদল


Splash Image

জামালপুরের বকশীগঞ্জে উলফাতুননেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তার আলো আত্মহত্যার চেষ্টার পর মারাত্মক আহত হয়ে বর্তমানে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।


বিজ্ঞাপন


ছয়তলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করা আলোর পরিবার এখন চিকিৎসার ব্যয় মেটাতে কঠিন সঙ্কটে পড়েছে। এই মানবিক বিপর্যয়ের মুহূর্তে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বকশীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। তারা একটি মানবিক সহায়তা তহবিল গঠন করে আহত আলোর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে।

গত রবিবার (২৬ জুলাই) উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আলামিন নিটোর হাসপাতালে আহত আলোকে দেখতে যান এবং তার বাবার হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

বায়েজিদ আলামিন বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই তহবিল গঠন করে অসহায় আলোর পরিবারকে সহায়তা করছি। শিক্ষার্থীদের যেকোনো বিপদে আমরা পাশে থাকার চেষ্টা করি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।”

বকশীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব আহম্মেদ সায়েম জানান, “আমরা আহত সাথী আক্তার আলোর সুচিকিৎসার জন্য একটি তহবিল গঠন করেছি। সহপাঠী, স্থানীয় ব্যবসায়ীসহ নানা পর্যায় থেকে অর্থ সংগ্রহ করে তার পরিবারের কাছে হস্তান্তর করছি। একই সঙ্গে আমরা দাবি করছি, আলো কেন আত্মহত্যার চেষ্টা করলো— সে বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।”

আলোর চিকিৎসায় সহযোগিতার কাজে আরও যারা নিয়োজিত রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন— সরকারি কিয়ামত উল্লাহ কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লাদেন আকন্দ, খন্দকার কাজল, মমিন, আব্দুল্লাহ, সীমান্ত, রুবেল, আলামিন, সম্রাট, রিপন ও সোহানসহ আরও অনেকে।

আহত শিক্ষার্থী আলোর পরিবার বকশীগঞ্জ ছাত্রদলের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, সমাজের অন্যরাও এমন সংকট মুহূর্তে পাশে এসে দাঁড়াবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...