বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার ও কমিটির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম সরকার নিজ সভাকক্ষে ১২তম এই সভায় সভাপতিত্ব করবেন।
বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ্ স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এ বৈঠকে।
চিঠিতে আরও বলা হয়, বৈঠকে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
সভায় আলোচ্যসূচিতে রয়েছে: জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিষয়, ভোটকেন্দ্র সংক্রান্ত বিষয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা সংক্রান্ত বিষয় এবং বিবিধ।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...