ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এসময় সেখানে উপস্থিত ছিলেন ডাকসুর অন্যান্য রিটার্নিং কর্মকর্তারাও।
তফসিল ঘোষণাকালে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, “ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আমরা স্বচ্ছ নির্বাচন আয়োজনের প্রত্যাশা করছি।”
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। দীর্ঘ ২৮ বছর পর সেই নির্বাচনের মধ্য দিয়েই পুনরায় সচল হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।
২০১৯ সালের নির্বাচনে ভিপি (সহসভাপতি) পদে নির্বাচিত হন নুরুল হক নুর, জিএস (সাধারণ সম্পাদক) পদে ছিলেন গোলাম রাব্বানী, এবং এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে নির্বাচিত হন সাদ্দাম হোসেন।
ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাজনৈতিক ও নেতৃত্ব বিকাশের অন্যতম ক্ষেত্র হিসেবে বিবেচিত। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এ নির্বাচন ঘিরে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা নিয়ে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...