Logo Logo

রাজবাড়ীতে বাবু হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড


Splash Image

রাজবাড়ীর পাংশায় ডলার ব্যবসাকে কেন্দ্র করে বাবু খান নামে এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—শরীয়তপুরের নড়িয়া উপজেলার শিরঙ্গল গ্রামের আজিজ সরদারের ছেলে খোরশেদ সরদার এবং পটুয়াখালীর দশমিনা থানার আউলিয়াপুর গ্রামের মৃত হাশেম আলী সরদারের ছেলে শাহজাহান সরদার।

নিহত বাবু খান শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মসুরা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সেকেন্দার খানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে ডলার লেনদেনের কথা বলে বাবু খানকে শরীয়তপুর থেকে ডেকে আনা হয় রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের একটি রসুনক্ষেতে। সেখানেই পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয় তাকে।

পরদিন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আদালত রায় দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এই রায়ের মাধ্যমে নিহত বাবুর পরিবার ন্যায়বিচার পেয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

প্রতিবেদক - স্বপন বিশ্বাস, রাজবাড়ী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...