Logo Logo

শান্তিপূর্ণ ইজতেমার লক্ষ্যে দীর্ঘমেয়াদি সমাধান চায় সরকার

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে সমঝোতার পথে তাবলিগের দুই পক্ষ


Splash Image

ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমাকে ঘিরে অতীতের মতো আর কোনো দ্বন্দ্ব-সংঘাত না হয়, সে লক্ষ্যে তাবলিগ জামাতের দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেছে সরকার। গঠিত হয়েছে একটি সমন্বয় কমিটি, জানিয়েছেন আল্লামা মামুনুল হক।


বিজ্ঞাপন


আন্তর্জাতিক ইসলামী জমায়েত বিশ্ব ইজতেমাকে ঘিরে যেন আর কোনো সংঘাত না হয়, সেই লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার রাতে ধর্ম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাদের উদ্যোগে তাবলিগ জামাতের দুই বিভক্ত পক্ষের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এক বৈঠক।

সরকারি উদ্যোগে আয়োজিত বৈঠকে অংশ নেন ইসলামি চিন্তাবিদ, আলেম-ওলামা ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা। দীর্ঘ আলোচনার পর বৈঠক থেকে উঠে আসে সমঝোতার সম্ভাবনা। আলোচনায় গঠিত হয় একটি যৌথ সমন্বয় কমিটি, যা দুই পক্ষের মতামত বিশ্লেষণ করে একটি স্থায়ী সমাধানের দিকনির্দেশনা দেবে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও আলোচিত আলেম আল্লামা মামুনুল হক বলেন, “বিগত দিনে ইজতেমাকে ঘিরে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে। এবার যেন আর সে ধরনের কিছু না ঘটে, সে লক্ষ্যেই আমাদের এই বৈঠক।”

তিনি আরও বলেন, “সরকার, প্রশাসন ও ইসলামি নেতৃত্ব একত্রে বসে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে। আমরা আশাবাদী—আগামী বিশ্ব ইজতেমা হবে শান্তিপূর্ণ ও সংঘাতমুক্ত।”

উল্লেখ্য, বিগত কয়েক বছরে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিরোধের কারণে বিশ্ব ইজতেমায় দেখা গেছে উত্তেজনা ও দ্বন্দ্ব। এমন পরিস্থিতি এড়াতে এবারের এই সরকারি উদ্যোগকে ইতিবাচক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

-এমকে

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...