ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
বেলা ১১টার দিকে লাল-সবুজ পতাকা হাতে শাহবাগ মোড়ে জড়ো হন আন্দোলনকারীরা। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।
আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে তারা ‘জুলাই সনদ’ ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। তাদের অভিযোগ, বারবার আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
একজন আন্দোলনকারী বলেন, “জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। যতদিন না সনদ বাস্তবায়ন হচ্ছে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।”
তারা আরও জানান, আশ্বাস পূরণ না হলে শাহবাগ মোড়েই স্থায়ী মঞ্চ তৈরি করে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।
শাহবাগ মোড়ের আশপাশে অবস্থান নেওয়া পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে চলাচল নিশ্চিত করতে চেষ্টা করছেন। তবে পরিস্থিতি ঘিরে প্রশাসনের মধ্যে সতর্কতা লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে শাহবাগ থানার এক কর্মকর্তা জানান, “আন্দোলনকারীরা যেন কোনোভাবেই সহিংস পথে না যান, সে বিষয়ে আমরা সতর্ক। একইসঙ্গে জনভোগান্তি কমাতে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।”
জুলাই সনদ একটি প্রতীকী দলিল, যা দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষ থেকে সরকারি স্বীকৃতির দাবি নিয়ে আলোচনায় রয়েছে। বিশেষ করে ১৬ জুলাই সংঘটিত একাধিক ঘটনার পর এটি পুনরায় রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...