Logo Logo

ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধানের বক্তব্য

জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে একসাথে ভাবতে হবে”—এনডিসির মঞ্চে সেনাপ্রধানের বার্তা


Splash Image

ছবি: সংগৃহীত

ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ক্যাপস্টোন কোর্সের সমাপনীতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতীয় নিরাপত্তা, উন্নয়ন ও কৌশলগত নেতৃত্বে যৌথ উপলব্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।


বিজ্ঞাপন


জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের প্রশ্নে কেবল সরকারি নীতিই যথেষ্ট নয়, প্রয়োজন সকল অংশীজনের মধ্যে সমন্বিত উপলব্ধি ও নেতৃত্ব—এমন মতই তুলে ধরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার মিরপুরে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিষ্ঠিত হয়েছে প্রতিরক্ষা, নিরাপত্তা, কৌশল এবং উন্নয়ন সংক্রান্ত জাতীয় উদ্বেগের ক্ষেত্রে একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে। ক্যাপস্টোন কোর্স এনডিসিকে এমন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত করেছে, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিরা একত্র হয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারেন।”

তিনি বলেন, “এই কোর্সের মূল লক্ষ্য হচ্ছে অংশগ্রহণকারীদেরকে জাতীয় ইস্যু ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া, যাতে তারা ভবিষ্যতে কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম হন এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন।”

জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, “ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা এর প্রাসঙ্গিকতা এবং রাষ্ট্রীয় সংস্থাগুলোর আস্থার প্রতিফলন। এতে বোঝা যায়, জাতীয় উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে সকল মহলে সচেতনতা বাড়ছে।”

কোর্সে অংশ নেওয়া ফেলোদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, “আপনারা যেসব বিশ্লেষণ করেছেন, তা জাতীয় উন্নয়নকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে সহায়ক হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে স্ট্র্যাটেজিক লিডার হিসেবে কাজ করবেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

এছাড়াও তিনি এনডিসিকে একটি জ্ঞানভিত্তিক পরিবেশ গড়ে তোলার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “এখানে অর্জিত বন্ধুত্ব, শ্রদ্ধা ও অভিজ্ঞতা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে, যা ভবিষ্যতের উন্নয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান শেষে সেনাপ্রধান কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারী ক্যাপস্টোন ফেলোদের এবং সংশ্লিষ্ট প্রশিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...