Logo Logo

প্রধান উপদেষ্টার প্রেস সচিব

‘আগামী পাঁচ থেকে সাত দিন অন্তর্বর্তী সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’


Splash Image

আগামী পাঁচ থেকে সাত দিন অন্তর্বর্তী সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, "আগামী পাঁচ-ছয় দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল (গুরুত্বপূর্ণ) টাইম। পাঁচ-সাত দিনের মধ্যেই বোঝা যাবে, আমরা কোথায় যাচ্ছি।"

তিনি আরও বলেন, "নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময়সীমার কথা বলেছেন, তার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার অবস্থান অত্যন্ত স্পষ্ট ও দৃঢ়।"

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর হবে বলে আশা প্রকাশ করেন শফিকুল আলম। তিনি বলেন, "নির্বাচনে অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধার প্রসঙ্গে প্রেস সচিব বলেন, "অভ্যুত্থানের পর ভয়ঙ্কর অর্থনৈতিক দুর্যোগ থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে, এবং এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।"

তিনি আরও দাবি করেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্বাচনকে সামনে রেখে অপরাধ কার্যক্রম শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা চলছে।

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, "চাঁদাবাজির বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। প্রমাণ পেলে যে কারো বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে—সেটি সে যতই প্রভাবশালী হোক না কেন।"

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় প্রেস সচিব সরকারের বিভিন্ন নীতি, প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...