Logo Logo

শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : আইন উপদেষ্টা


Splash Image

ছবি : সংগৃহীত।

আগামী নির্বাচনের তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে ‘সংস্কার ও সমসাময়িক বিষয়ে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জনগণের ভোটাধিকার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “গত তিন-চারটি নির্বাচনে ভোট দিতে পারিনি, সামনে আমরা ভোট দিতে পারবো তো?”—এমন প্রশ্নের উত্তরে তিনি আশ্বস্ত করে বলেন, “অবশ্যই পারবেন, ভোট দিতে সবাই পারবেন।”

নির্বাচন সুষ্ঠু করতে সরকারের উদ্যোগ কী—জানতে চাইলে ড. আসিফ নজরুল বলেন, “আমাদের হেন উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না। ভোটাধিকারের কথা বলছেন? ক্লাসে যখন যেতাম, জিজ্ঞেস করতাম ছাত্রদের—‘আপনাদের মধ্যে কে কে ভোট দিয়েছেন?’—তারা হাসাহাসি করতেন। কেউ কেউ বলতেন, ‘স্যার, ভোট দিয়েছি, তবে ১০/১২টা।’ ৯০ শতাংশ বলতেন, তারা ভোট দেননি। যাই হোক, আমাদের সেই দুঃখ ঘুঁচবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি।”

কবে নির্বাচনের তারিখ ঘোষণা হবে—এমন প্রশ্নে তিনি বলেন, “নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করুন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।”

২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীন অনুষ্ঠিত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “২০০৮-এর নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই—এ কথা আমি মানি না। বরং ২০০৮-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন ২০০৮-এর নির্বাচন নিয়ে।”

তবে বর্তমান সরকারের উদ্দেশ্য নিয়ে তিনি স্পষ্ট করে বলেন, “নির্বাচনী কার্যক্রমতো নির্বাচন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদের বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে ‘বেস্ট ইলেকশন’ দেওয়া—এটা স্যার (প্রধান উপদেষ্টা) আমাদের সব সময় বলেন।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...