Logo Logo

চাটখিলে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন


Splash Image

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোটে সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সেবা সহজ করতে চালু করা হয়েছে ভূমিসেবা সহায়তা কেন্দ্র।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় বদলকোট বাজারে এই কেন্দ্রের উদ্বোধন করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান।

উদ্যোক্তা ইঞ্জিনিয়ার ফারুক হোসেনের তত্ত্বাবধানে গড়ে ওঠা এ সহায়তা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, চাটখিল উপজেলা প্রেসক্লাব সভাপতি আনিস আহমেদ হানিফ, বদলকোট ইউনিয়ন পূর্বাঞ্চল বিএনপির সভাপতি নুর নবী চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলার বদলকোট ইউনিয়নে সরকারি ভূমি অফিস না থাকায় জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে এই সহায়তা কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগণ সরকার নির্ধারিত ফি দিয়ে সহজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান সংগ্রহ, জমির নকশা প্রাপ্তিসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মিজানুর রহমান বলেন, “এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত হবে। প্রযুক্তিতে যারা দক্ষ, তারা ঘরে বসেই অনলাইনে এসব সেবা নিতে পারছেন। তবে এই কেন্দ্র মূলত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগণের জন্য স্থাপন করা হয়েছে। সরকারের নির্ধারিত ফি গ্রহণের ফলে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ থাকছে না। এতে করে সাধারণ নাগরিক উপকৃত হবেন।”

প্রতিবেদক - মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...