Logo Logo

বাংলাদেশের জন্য শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র


Splash Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: এএফপি

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। পূর্বে এই হার নির্ধারণ করা হয়েছিল ৩৫ শতাংশ।


বিজ্ঞাপন


স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) ওয়াশিংটনে হোয়াইট হাউস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্স জানায়, নতুন শুল্কনীতিতে যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশের শুল্ক হারই কমায়নি, একইসঙ্গে আফগানিস্তান, বসনিয়া, ক্যামেরুন, চাঁদ, কোস্টারিকা, কোট দি আইভোর, কঙ্গো, ইকুয়েডর ও গিনিয়ার ওপর শুল্ক নির্ধারণ করা হয়েছে ১৫ শতাংশ। অন্যদিকে আলজেরিয়ার ওপর ৩০ শতাংশ, কানাডা ৩৫ শতাংশ, ভারত ২৫ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার ওপর ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে।

তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর জন্য শুল্ক রাখা হয়েছে শূন্য শতাংশ। থাইল্যান্ডের ওপর ১৯ শতাংশ এবং ব্রাজিলের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

এর আগে ২৯ জুলাই ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে তৃতীয় দফার আলোচনা শুরু হয়। আলোচনার প্রথম দিনেই ইতিবাচক সাড়া পাওয়া যায় বলে জানান বাংলাদেশ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

ওয়াশিংটন ডিসি থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া বার্তায় তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আমরা আশাব্যঞ্জক ফল পেয়েছি। বাংলাদেশি পণ্যে শুল্ক কমানোর বিষয়ে ইউএসটিআর দপ্তরের কর্মকর্তারা ইতিবাচক অবস্থান জানিয়েছে।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের গার্মেন্টসসহ বিভিন্ন পণ্যে পূর্বে গড়ে ১৫.৫ শতাংশ শুল্ক ছিল। ট্রাম্প প্রশাসনের পর তা বেড়ে দাঁড়ায় ২২ থেকে ২৩ শতাংশে। এবার তা ২০ শতাংশে কমানো হলো, যা বাংলাদেশের রপ্তানি খাতে বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...