বিজ্ঞাপন
শুক্রবার ( ১ আগস্ট ) সকাল ৮টার দিকে মীরাবাড়ী স্থানে, স্থানীয়রা সমুদ্রের পাড়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে নিহতের ছেলে নাসির হাওলাদার এসে মরদেহটি শনাক্ত করেন।
স্থানীয়রা জানান, সমুদ্রের পাড়ে ব্লকের উপরে মরা দেহটি দেখতে পান তারা এবং সাথে সাথে এলাকাবাসী পুলিশকে জানান।
মৃত্যু ব্যক্তির ছেলে নাসির হাওলাদার বলেন, আমার বাবা নজরুল হাওলাদার ২৩ জুলাই মাছ ধরার জন্য গভীর সমুদ্রে গিয়েছিলেন। এসময় তাদের ট্রলার ডুবে গেলে তিনি নিখোঁজ হন। কয়েকদিন পর আজ সকালে তার মরদেহ ভেসে আসে।
ঘটনাস্থলে উপস্থিত কুয়াকাটা নৌ পুলিশের এএসআই মনিরুল ইসলাম জানান, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”
-জাকারিয়া জাহিদ, কলাপাড়া ( পটুয়াখালী ) প্রতিনিধি
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...