Logo Logo

নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, আসামি ৬৩, গ্রেপ্তার-৬


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ৬৩ জন আসামির মধ্যে ৬ জন গ্রেপ্তার, জব্দ করা হয়েছে ফেস্টুন ও লাঠি। তদন্তে তৎপর পুলিশ।


বিজ্ঞাপন


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল করার ঘটনায় সংগঠনটির ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে অনুষ্ঠিত ওই মিছিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবি তোলা হয়। এ ঘটনায় শুক্রবার (১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান। তিনি জানান, পুলিশ বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। তাৎক্ষণিক অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার নুর নবী ওরফে রাজু (৩১) ও আবদুল আহাদ (১৮), শরিফুল ইউনিয়নের বাবুনগর গ্রামের মো. শ্রাবণ (১৯), পৌরসভার গনিপুর গ্রামের জাহিদুল হাসান (১৯), এবং সদর উপজেলার চর কাউনিয়া গ্রামের মো. আরমান (১৯)। পুলিশ জানিয়েছে, মিছিলটি চৌমুহনী রেললাইন থেকে শুরু হয়ে হাসান সড়ক পর্যন্ত গিয়েছিল। মিছিলে প্রায় ২৫ থেকে ৩০ জন কিশোর ও তরুণ অংশ নেন, যাদের হাতে ছাত্রলীগের একটি ব্যানার ও কয়েকটি ফেস্টুন ছিল। নেতৃত্ব দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী জিহাদ হাসান রতন। পরে মিছিলের একটি ভিডিও সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব নিজের ফেসবুকে পোস্ট করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ফেস্টুন, তিনটি লাঠি জব্দ করেছে। ওসি লিটন দেওয়ান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন এজাহারনামীয় এবং একজন অজ্ঞাত আসামি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...