Logo Logo

ভারত পালানোর চেষ্টা, সীমান্তে আটক আওয়ামী লীগ সভাপতি


Splash Image

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অজিত বরন সরকারকে ভারতে পালানোর সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) গভীর রাতে শিবগঞ্জ থানার খান চারটিং সীমান্ত এলাকা দিয়ে পালানোর সময় সন্দেহভাজন হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খালিয়াজুরী উপজেলার আওয়ামী লীগ সভাপতি ভারতে পালাতে পারেন। এমন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানার বিভিন্ন সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালানো হয়। বৃহস্পতিবার রাতে খান চারটিং সীমান্তে দায়িত্বে থাকা এসআই পিয়ারুলের জিজ্ঞাসাবাদে অসংগতি ধরা পড়লে অজিত বরন সরকারকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এদিকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অজিত বরন সরকারের অবস্থান শনাক্ত করা হয়। এরপর শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত অজিত বরন সরকার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

জানা গেছে, গত বছরের ১৬ জুলাই সরকার বিরোধী আন্দোলনের সময় খালিয়াজুরী উপজেলা বিএনপির অফিসে হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে খালিয়াজুরী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। ক্ষমতার পট পরিবর্তনের পর খালিয়াজুরী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা মজনু মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় স্থানীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ ১৮৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অজিত বরন সরকার এই মামলার ৫ নম্বর আসামি।

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন বলেন, শিবগঞ্জ থানা থেকে গ্রেফতার সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। তাকে কোর্টের মাধ্যমে খালিয়াজুরী থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

-মুহা. জহিরুল ইসলাম অসীম

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...