Logo Logo

৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার


Splash Image

আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে ‘জুলাই ঘোষণাপত্র’ জাতির সামনে উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। শনিবার (২ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রেস বার্তায় বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট, বিকেল ৫টায় গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জাতির সামনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

সরকারি সূত্রে আরও জানানো হয়, ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে রাজনৈতিক, নাগরিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। এ সংক্রান্ত বিস্তারিত কর্মসূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...