বিজ্ঞাপন
শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন করার পাশাপাশি প্রতিবাদের অংশ হিসেবে কাঁচা রাস্তায় কচুগাছ রোপণ করেন।
স্থানীয়রা জানান, মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা স্বাধীনতার পরপরই নির্মিত হলেও দীর্ঘ ৫৪ বছরেও তা পাকা হয়নি। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি কাদায় একাকার হয়ে পড়ে, ফলে শিক্ষার্থী, কৃষক, নারী ও বৃদ্ধসহ কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
মানববন্ধনে অংশ নেন সাতুরিয়া ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের অসংখ্য বাসিন্দা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সমাজসেবীরা। বক্তব্য রাখেন এলাকার প্রবীণ নাগরিক আব্দুল লতিফ মোল্লা, বাশার, আবুল বাশার, ইয়সিন, সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষিকা নাজমিন বেগম এবং ৯ নম্বর লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিদ ও মাহিম।
বক্তারা বলেন, “প্রতিদিন শিক্ষার্থীরা হাঁটুপানি ও কাদার মধ্য দিয়ে বিদ্যালয়ে যায়। কৃষকরা পণ্য বাজারজাত করতে পারেন না। জরুরি কোনো রোগীকে হাসপাতালে নিতে হলে নানা ভোগান্তির শিকার হতে হয়। বহুবার জনপ্রতিনিধিদের বলেও কোনো কাজ হয়নি।”
তারা আরও বলেন, “সাধারণ মানুষের এ দুর্ভোগ বছরের পর বছর ধরে চললেও স্থানীয় প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এই অবস্থা আর মেনে নেওয়া যায় না।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুততম সময়ের মধ্যে মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত কাঁচা সড়কটি প্রশস্ত ও পাকাকরণের জোর দাবি জানান।
প্রতিবেদক - মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...