Logo Logo

ববিতে উজিরপুর ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে ওয়াহিদুর-শাহরিয়ার


Splash Image


বিজ্ঞাপন


বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত উজিরপুর ছাত্রকল্যাণ পরিষদের ৫৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী এস এম ওয়াহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১১তম ব্যাচের সাদমান শাহরিয়ার।

শনিবার (২ই আগষ্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি এস. এম. ওয়াহিদুর রহমান জানান, শিক্ষার্থীদের সাথে নিয়ে এই কমিটির মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক সেবা নিশ্চিত, উজিরপুরের মানুষের অধিকার রক্ষার্থে সোচ্চার থাকা ও সর্বতোভাবে উজিরপুরের শিক্ষার্থীদের পাশে থাকার প্রত‍্যয় ব‍্যক্ত করেন।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উজিরপুরের শিক্ষার্থীদের নিয়ে ২০১৩ সালে আত্মপ্রকাশ করে উজিরপুর শিক্ষার্থী কল‍্যাণ পরিষ । প্রতিষ্ঠাকালীন সময় থেকেই নানান ধরনের উন্নয়ন ও মেধাবৃত্তিক কর্মপন্থা নিয়ে উজিরপুরের শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে সংগঠনটি।

-ববি প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...