Logo Logo

নাগেশ্বরীতে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ এক মাদক কারবারি গ্রেফতার


Splash Image

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফ উদ্ধার করেছে পুলিশ। অভিযানে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


ঘটনাটি ঘটে ৩ আগস্ট ২০২৫ তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন ১ নম্বর রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা গোয়ালটারী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি)। তাঁর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় মাদক কারবারি মোঃ আলী হোসেন (৩২)-কে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ হাতেনাতে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান। তিনি বলেন, “নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম পশ্চিম রামখানা এলাকায় অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে আটক করেছে। তার কাছ থেকে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফ জব্দ করা হয়েছে।”

তিনি আরও জানান, আটককৃত আলী হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

প্রতিবেদক - বিপুল রায়, কুড়িগ্রাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...