বিজ্ঞাপন
সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টায় চাটখিল উপজেলা চত্বরে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১২০টি অসহায় পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণ সহায়তা বাবদ ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অন্যদিকে, সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৯ জন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীকে প্রত্যেকে ৭ হাজার টাকা করে চেক দেওয়া হয়।
চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন, সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, আইসিটি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মহিন তরফদার, জাস্টিস ফর জুলাই উপজেলা আহবায়ক আহমেদ রেদোয়ান এবং স্থানীয় ব্যবসায়ী গোলাম রাব্বানী।
উপকারভোগী পরিবারের সদস্যরা বলেন, “এই সহায়তা আমাদের জন্য বড় একটি আশীর্বাদ। ঘর মেরামত ও ব্যবসা পুনরায় শুরু করার জন্য এই সহায়তা আমাদের খুবই কাজে আসবে।”
তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিবেদক - মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...