Logo Logo

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তেঁতুলিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব, হযরত আলী, ওবায়দুল হক, সাংবাদিক এমএ বাসেত এবং জাবেদুর রহমান জাবেদ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সীমান্ত কুমার বসাক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. শাকিল রহমান, উপজেলা মৎস্য অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মিঠুন কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ, উপজেলা আইসিটি অফিসার ও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের প্রশাসক নবীউল কারিম সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ছাত্র এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে এবং বৈষম্যহীন এক নতুন রাষ্ট্র গঠনের পথ তৈরি হয়েছে।” তাঁরা বলেন, “শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পলায়নের পর জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়েছে।” বক্তারা শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধসহ আন্দোলনে শহীদ সব নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এদিন উপজেলার সব মসজিদে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও প্রার্থনার আয়োজন করার জন্য বলা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...