Logo Logo

সামরিক সম্পর্ক জোরদার ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা

সৌদি রাষ্ট্রদূতের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ, সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ


Splash Image

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়া।


বিজ্ঞাপন


বুধবার (৬ আগস্ট) রাজধানীর সেনা সদরদপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সাক্ষাতকালে উভয়পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান সামরিক সহযোগিতাকে আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাতে ড. আব্দুল্লাহ জাফের বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যকর ও পেশাদারী ভূমিকার প্রশংসা করেন।

অন্যদিকে, সেনাপ্রধান সৌদি আরবে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের কর্মসংস্থানের জন্য সৌদি সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, উভয় দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যতে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

-এমকে

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...