বিজ্ঞাপন
বুধবার দিবাগত রাতে পানির তীব্র ঢলে অক্সিজেন ২ নম্বর গেইট এলাকার স্টারশিপ সংলগ্ন শীতল ঝর্ণা খালের ওপর নির্মিত ব্রিজটি আংশিকভাবে ভেঙে পড়ে। এর ফলে সড়কের একপাশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। অপর পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে উভয়মুখী যান চলাচল, ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে খালে সৃষ্টি হয় প্রচণ্ড স্রোত। সেই স্রোতের তোড়ে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সেতুটির একটি অংশ ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কের বিপদজনক অংশে লাল ফিতা দিয়ে বেষ্টনি তৈরি করে যানচলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করে।
সকাল থেকে সরেজমিনে দেখা যায়, অক্সিজেন ২ নম্বর গেইট থেকে স্টারশিপ পর্যন্ত সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। একই লেনে বিপরীতমুখী গাড়ি চলার কারণে যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ও নাজিরহাট রুটের ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে বলে অভিযোগ যাত্রীদের।
এ বিষয়ে বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম ভোরের বাণীকে জানান, “সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। কোনো দুর্ঘটনা এড়াতে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টহল টিম দায়িত্ব পালন করছে।”
পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) চট্টগ্রাম নগরীতে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল হাসান।
অপরদিকে, লাগাতার বৃষ্টির ফলে নগরের বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে অফিসগামী মানুষ ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সড়কে যানবাহনের সংখ্যা কম থাকায় নগরের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দুর্ভোগে পড়া যাত্রীদের।
সংশ্লিষ্টদের মতে, এ সেতুটি দ্রুত মেরামত ও যান চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা না নেওয়া হলে পুরো অঞ্চলে দীর্ঘমেয়াদী যানজট ও জনদুর্ভোগ আরও বাড়তে পারে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...