Logo Logo

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন দাবিতে হাইওয়েতে শিক্ষার্থীদের মানববন্ধন


Splash Image

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে হাটিকুমরুল হাইওয়েতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


বৃহষ্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় শিক্ষার্থীরা সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা বলেন, “ডিপিপি অনুমোদনের বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট আশ্বাস না পেলে, তারা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন করার কর্মসূচিতে যাবেন।”

এর আগে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অর্ধদিবস প্রশাসনিক কর্মবিরতি পালন করেন। একইসঙ্গে তাঁরা ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচি চালান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে স্থাপিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আজও নিজস্ব অবকাঠামো বা স্থায়ী ক্যাম্পাস না পেয়ে ভাড়াকৃত ভবনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ন্যূনতম কাঠামোগত সুবিধা না থাকায় শিক্ষার্থীদের মানসিক ও একাডেমিক উভয় দিকেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে প্রস্তুতকৃত ডিপিপি ইতোমধ্যে কয়েক দফা সংশোধনের পর পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে। তবে ৫১৯ কোটি ১৫ লাখ টাকার প্রস্তাবিত বাজেট নিয়েও এখনো কোনো অনুমোদন পাওয়া যায়নি।

এ বিষয়ে একাধিক শিক্ষক বলেন, “সব শর্ত পূরণ ও প্রয়োজনীয় প্রমাণাদি দেওয়ার পরও ডিপিপি অনুমোদন না পাওয়ার বিষয়টি শুধু আমাদের নয়, গোটা সিরাজগঞ্জবাসীর কাছেই হতাশাজনক।”

উল্লেখ্য, গত ২৬ জুলাই ২০২৫ শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলনের নতুন ধাপ শুরু করেন। তখন থেকেই তাঁরা ধারাবাহিকভাবে নানা কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে চলেছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না হওয়া নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে—প্রতিষ্ঠার ৯ বছর পার করেও মাত্র ৫১৯ কোটি টাকার একটি ডিপিপি অনুমোদন দিতে সরকারের এত বিলম্ব কেন? সংশ্লিষ্টদের মতে, বিষয়টি শুধু অব্যবস্থাপনা নয়, বরং উচ্চশিক্ষা খাতে সরকারের রাজনৈতিক সদিচ্ছার ঘাটতিরই প্রতিফলন।

প্রতিবেদক - মোঃ হাফিজ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...