Logo Logo

মার্শাল আর্টের নতুন দিগন্ত—নড়াইলে তায়কোয়ানদো ক্লাব চালু


Splash Image

নড়াইলে প্রথমবারের মতো তায়কোয়ানদো ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া কর্মকর্তা ও তায়কোয়ানদো সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


নড়াইলে প্রথমবারের মতো তায়কোয়ানদো ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামের হলরুমে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নড়াইল তায়কোয়ানদো ক্লাবের প্রধান প্রশিক্ষক মো. তবিবর রহমান
এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মাদ কামরুজ্জামান। তিনি খেলার উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান

নড়াইল ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হেমায়েতুল হক হেমু, মো. আল-আমিন, মো. মোতাসসিন বিল্লাহ, যশোর তায়কোয়ানদো পরিষদের সাধারণ সম্পাদক এসকে মো. ওয়ালিউর রহমান, প্রধান সহ-প্রশিক্ষক সুমাইয়া খাতুন প্রীতি। এছাড়া অনুষ্ঠানে ১৬ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন
নড়াইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক মোঃ নূরুন্নবী সামদানী, সাংবাদিক কাজী আতিকুর রহমান উল্লেখযোগ্য যে, এটাই নড়াইল জেলার ইতিহাসে প্রথম তায়কোয়ানদো ক্লাবেরআনুষ্ঠানিক উদ্বোধন

মো. নূরুন্নবী সামদানী, নড়াইল জেলা প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...