Logo Logo

জবিস্থ বগুড়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে শুভ - জুনাইদ


Splash Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের ভোটের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন একাউন্টিং বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী সুলতান মাহমুদ শুভ ও দর্শন বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী মোঃ জুনাইদ হাসান।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩১ জুলাই ) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারণ করার জন্য একটি ভোটের আয়োজন করা হয় এবং ২০০ অধিক বগুড়া শিক্ষার্থী ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক বেছে নেন।

এর আগের আহ্বায়ক কমিটি প্রধান উপদেষ্টা ও অন্যান্য সকল উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী বিলুপ্ত করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি সুলতান মাহমুদ বলেন "আমার এই জয় আমার সব জুনিয়র আর বন্ধুদের,আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করব এবং সবার মতামতের ভিত্তিতে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাব।আমি শিক্ষার্থীদের বৃত্তি, আবাসন সুবিধা থেকে শুরু করে তাদের স্কিল ডেভেলপমেন্ট সহ বিভিন্ন কাজ করবো।"

বগুড়া জেলা ছাত্র কল্যাণ কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জুনাইদ হাসান বলেন, “ছাত্রদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।

এই দায়িত্ব শুধু একটি পদ নয়, এটা একটি বিশ্বাস ও দায়িত্বের প্রতীক। আমি মনে করি ছাত্রদের মধ্যে ঐক্য থাকলে যেকোনো সংকট মোকাবিলা করা সম্ভব।”

আমি আরো একটু যুক্ত করতে চাই,

“আমার মূল লক্ষ্য হবে সকল ছাত্রকে এক ছাতার নিচে আনা, যাতে আমরা একসঙ্গে ভালো কিছু গড়তে পারি। আমরা দল নয়, আদর্শ নিয়ে কাজ করবো। বিভেদ নয়, ঐক্যই হবে আমাদের পথ।

-জবি প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...