Logo Logo

নীলফামারীতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত


Splash Image

নীলফামারীতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞা। কর্মশালাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার।

এ সময় উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. এনামুল হক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতিষ বিকাশ চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (পিপিএম-সেবা) মো. ফারুক আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, এপিপ অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা (সজীব) সহ অনেকে।

কর্মশালায় নীলফামারী জজ আদালতের আইনজীবীগণ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন। এছাড়া জেলার বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞা আইনটির বিভিন্ন দিকনির্দেশনামূলক বিষয় তুলে ধরেন। সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “আজকের কর্মশালায় উপস্থিত সকলে উপকৃত হয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয়েছেন।”

প্রতিবেদক - সেলিম রেজা, নীলফামারী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...